সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

ই-পেপার

ঠাকুরগাঁওয়ে স্বর্ণপদক পেলেন  ঢোলারহাট ইউপি চেয়ারম্যান সীমান্ত

দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ৯:১০ অপরাহ্ণ

ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার ২১নং ঢোলারহাট ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল কোভিড-১৯ মোকাবিলায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক ও স্বর্ণপদক পেয়েছেন।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফার্স হোটেলে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) এ সম্মাননা স্মারক ও স্বর্ণপদক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) এর সভাপতি এস এ এম জাকারিয়া আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নূরুল ইসলাম সুজন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজগর টগর, এশিয়ান টিভি ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান, সিআইপি আলহাজ্ব হারুন অর রশীদ, মাই টিভির চেয়ারম্যান ও মহা ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অণু জীববিজ্ঞানী অধ্যাপক ড.ফিরোজ আহমেদ, ডেমোক্রেসি ওয়াচের নির্বাহী পরিচালক ও বিইউপিএফ এর উপদেষ্টা ওয়াজেদ ফিরোজ প্রমূখ।
আলোচনা শেষে কোভিড-১৯ মোকাবিলায় বিশেষ অবদান এবং যোগ্য সমাজসেবক হিসেবে সমাজে ভূমিকা পালন করায় সীমান্ত কুমার বর্মন (নির্মল) এর হাতে স্মারক ও স্বর্ণ পদক তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর