জেলার গৌরনদী উপজেলার সুন্দরদী এলাকার বসতঘরে ঢুকে এক গৃহবধুর শ্লীলতাহানী ঘটানো হয়েছে।এ ঘটনায় সোমবার সকালে ভুক্তভোগী ওই গৃহবধু বরিশাল বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে গৌরনদী মডেল থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলার সুন্দরী মৌজায় ভুক্তভোগীর বসতভিটে দখল করার জন্য দীর্ঘ যাবত অপচেষ্টা চালিয়ে আসছে একই এলাকার আজিজ বেপারীর পুত্র হানিফ বেপারী ও জুলহাস বেপারী। গত শুক্রবার (১২ ফেব্রুয়ারি) হানিফ বেপারী ও জুলহাস বেপারীর নেতৃতে ৪/৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে গৃহবধুর বসতভিটে দখল করতে যায়। এসময় বসতঘরের দরজা ভেঙ্গে গৃহবধুর শ্লীলতাহানি ঘটায় জুলহাস বেপারী।
CBALO/আপন ইসলাম