ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে জাতীয় সাংবাদিক সোসাইটি। ২১ ফেব্রুয়ারি (রোববার) ভোরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল সাংবাদিক সংগঠন জাতীয় সাংবাদিক সোসাইটি। জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দীন বুলবুল এর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় যুগ্ম মহাসচিব নিখিল চক্রবতি,সাংগঠনিক সচিব মো. সেলিম রেজা সহ সংগঠনের অন্যন্য সদস্যরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন ও তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
CBALO/আপন ইসলাম