শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে জামায়াতে ইসলামী’র ইউনিয়ন ভিত্তিক নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ ইউএনও’র বিরুদ্ধে জকিগঞ্জে এইচসিআই’র উদ্যোগে আধুনিক মাদরাসার উদ্বোধন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর ৫৪তম শাহাদত বার্ষিকী পালন করলো বিজিবি ঈশ্বরদীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভাঙ্গুড়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে শোকজ ঘিরে বিতর্ক সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও বিতর্কিত ওসিকে প্রত্যারের দাবিতে সাংবাদিকদের  মানববন্ধন লামায় সড়কে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্ট অভিযান 

চৌহালীতে গমচাষে বাম্পার ফলনের সম্ভাবনা

মাহমুদুল হাসান:
আপডেট সময়: রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৩৯ পূর্বাহ্ণ

সিরাজগন্জের চৌহালী উপজেলায় কৃষিমাঠজুড়ে কৃষকরা গম চাষ করেছে রেকর্ড পরিমাণ জমিতে। অনুকুল আবহাওয়া ও আধুনিক কৃষি প্রযুক্তিতে কৃষকদের আগ্রহ সৃষ্টি হওয়ায় সল্প খরচে যথাসময়ে কৃষকরা এবার গমের আবাদে বাম্পার ফলন পাবে বলে মনে করছেন অভিজ্ঞরা। গতবছর গমের চাষে ফলন ভাল ও লাভের মুখ দেখায় এবার ব্যাপক ভাবে কৃষি আবাদে গম চাষে ঝুঁকছে কৃষক। যমুনা নদী বিধৌত ভাঙ্গান কবলিত জনপদের এই উপজেলায় প্রতি বছর হাজার হাজার আবাদি জমি নদীর কড়াল গ্রাসে হারিয়ে যায় ও উৎপাদিত ফসল বন্যার পানিতে তলিয়ে যায়। কৃষি জমি ও ফসল হারিয়ে কৃষক হয়ে পরেন দিশেহারা। সর্বস্ব খুইয়ে এক সময়ের জোতদার হয়ে পড়ে দিনুজুর। ফলে ঋণ ও সুদের গানি টানতে গিয়ে মহাজনের পাওনা পরিষধে বিক্রি করতে হয় হালের বলদ। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা নিয়মিতভাবে মাঠ পর্যায়ে জনসচেতনতা মুলক কাজ করে যাচ্ছেন।

 

তারই ধারাবাহিকতায় কৃষি মাঠজুড়ে গম চাষে পাল্টে যাচ্ছে কৃষককের জীবন জীবিকা ও চাষাবাদের ধরণ। উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে চরাঅন্চলসহ সব এলাকায় গমের ফলনকে টাগের্ট করে চাষাবাদের ব্যপক সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে উপজেলা কৃষি অফিস। কৃষকদের গম চাষে আগ্রহ সৃষ্টি করতে গতবছর কৃষি অফিস একটি পরিকল্পনা গ্রহন করেন। কৃষি অফিস থেকে জানা গেছে, এবার উপজেলার ৭ টি ইউনিয়নে গতবছরের চেয়ে চলতি মৌসুমে ৬০ হেক্টর জমিতে গম চাষের ৪৬৫ মেঃটন উৎপাদন লক্ষ মাত্রা নির্ধারন করা হয়েছে। প্রতি হেক্টরে উৎপাদন লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৭,৪৫মেঃটন, পোনোদনা গমবীজ বিতরণ করা হয় ৩০০ কৃষকের মাঝে। লক্ষ্যে পৌঁছাতে ইতোমধ্যে কৃষি অধিদপ্তরের বিভাগের বিভিন্ন প্রকল্প, পুষ্টি প্রকল্প, বীজ,সার,কীটনাশক সরবরাহ কারি বিভিন্ন কোম্পানির সাথে যৌথ ভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা কৃষি অফিস। উপজেলা সদর ও দুর্গম চরাঅন্চলে গমচাষী কৃষক দল গঠন ও উৎপাদিত গম সঠিক মুল্যে বিক্রি করতে স্থানীয় পর্যায়ে কৃষক মহাজন বেছে নিচ্ছেন। নতুন জাতের গমের প্রদশনি প্লট স্থাপন, দলভুক্ত কৃষক আধুনিক চাষাবাদ পদ্ধতিতে সুষম সারের ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ নিয়ে বালাই দমনে কোয়ালিটি সমৃদ্ধ বালাই নাশক এবং হাইব্রিড জাতের বীজের সরবরাহ নিশ্চিতকরণের মতো কাজ করে যাচ্ছেন তারা।

 

ফলে কৃষকের মধ্যে গম চাষের আগ্রেহের সৃষ্টি হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলা কৃষি অফিসার, উপসহকারী কর্মকর্তারা নিয়মিতভাবে মাঠ পরিদর্শন এবং কৃষককের সমস্যার তাৎক্ষণিক সমাধানের করনীয় বিষয় পরামর্শ প্রদান করেন। মান সম্মত বীজ সরবরাহ করতে বিভিন্ন হাইব্রিড বীজ আমদানিকারক কোম্পানির সাথে যোগাযোগ রক্ষা করে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়। কৃষককের মাঝে গণসচেতনতা সৃষ্টির লক্ষ আইসিএম আইপিএম এর মাধ্যমে ফসল উৎপাদন উদ্দ্বদ্ধকরণ অব্যাহত রয়েছে । কৃষি অফিসের দায়িত্বশীল অফিসারদের পরামর্শে কৃষকরাএবার ভালো জানতের গমের বীজ রোপণ করছেন। উপজেলার কোদালিয়া গ্রামের কৃষক গমচাষি মাজম সিকদার বলেন, এবার যেসব জমিতে আগে বোরোচাষ করা হতো এবার অনেক জমিতে গমচাষ করছি।বোরোধান আবাদে খরচ অনেক বেশি। দামে ধস থাকায় উৎপাদন খরচ উঠে না।গম উৎপাদন খরচ কম দামও বেশি পাওয়া যায়। আশা করছি ফলনও খানিকটাই বাম্পার হবে।

 

বাঘুটিয়া ইউপির আঃ মজিদ বলেন, গতবার কৃষি স্যারদের পরামর্শে গমের আবাদ করে আর সব ফসলের চেয়ে বেশি টাকা পারছি। আমির জানান, ফসল ভাল পাই, কোন কিছুই ফেলতে হয় না, সবকিছু থেকেই টাকা আসে। উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, বোরো আবাদে খরচ অনেক ধানের মুল্য কম থাকায় এলাকার মানুষ গম ও ভুট্রা আবাদের দিকেই ঝুকছে। চৌহালী উপজেলা কৃষি অফিসার মোঃ জেরিন আহমেদ জানান, সব ধরনের ফসল উৎপাদন লক্ষ্য মাত্রায় পৌঁছেতে আমরা কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বদ্ধ করছি। ২০২০/০২১ অর্থ বছরে প্রায় ২৫০০ কৃষকে প্রশিক্ষণ প্রদান এবং ২০ টি প্রদশনি প্লট স্থাপন করা হয়। চাহিদাও রয়েছে বেশ ভালো, অন্যান্য ফসলের চেয়ে দাম ও লাভের মুখ বেশি। চৌহালী উপজেলা যমুনা নদী বিধৌত নদী ভাঙ্গন কবলিত এলাকা হলেও গম চাষের জন্য উপযোগী। দাম ও ফলনও ভাল। নিবিড় প্রশিক্ষণ নিয়ে সঠিক সময়ে বীজ রোপণ করে গম চাষে লাভবান হয়েছে চৌহালীর কৃষকরা।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর