সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

ই-পেপার

নীলফামারীতে ১১ দিন করোনা টিকা গ্রহন করেছেন ২৩ হাজার ২৯০ জন

এস.কে হিমেল,নীলফামারী প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ৯:৫০ পূর্বাহ্ণ

করোনার টিকা নিতে দিন দিন নীলফামারীর সর্বস্তরের মানুষের আগ্রহ বাড়ছে। জেলার ৬টি সরকারি হাসপাতালগুলোতে টিকা নিতে আসা মানুষের ভিড়ও বেড়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গণটিকাদান কর্মসূচির ১১ দিনে বৃহস্পতিবার(১৮ ফেব্রুয়ারি)পর্যন্ত জেলায় মোট টিকা নিয়েছেন ২৩ হাজার ২৯০ জন। আজ নীলফামারী জেলার ৭টি কেন্দ্রে করোনার টিকা গ্রহন করেছেন ৩ হাজার ৩০০ জন। এর মধ্যে নারী ১ হাজার ১৪৯ জন। গতকালের চেয়ে আজ ৫৬০ জন বেশী টিকা নিয়েছেন। গত ৭-১৮ ফেব্রুয়ারী ১১ দিনে জেলার করোনা টিকা প্রদান অনুযায়ী ৭২৪২ জন নারী সহ মোট টিকা গ্রহন করেছেন ২৩হাজার ২৯০ জন।
এ ব্যাপারে নীলফামারী সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির নিশ্চিত করে বলেন,গত ১১ তারিখ পর্যন্ত জেলা সদরে ৮৬০ জনের মধ্যে নারী ২৫৭ জন, সৈয়দপুরে ৫২০ জনের মধ্যে নারী ১৬৮ জন, সৈয়দপুর সেনানিবাসের সিএমএইচ হাসপাতালে ১০০ জনের মধ্যে নারী ৪ জন, ডোমারে ৩৪০ জনের মধ্যে নারী ১৪০ জন, ডিমলায় ২২০ জনের মধ্যে ৪৭ জন নারী, জলঢাকায় ২১০ জনের মধ্যে ৬৫ জন নারী ও কিশোরীগঞ্জে ২০০ জনের মধ্যে ৬৭ জন নারী সহ মোট ২ হাজার ৪৫০ টিকা গ্রহন করেন।
উল্লেখ্য: জেলায় পাওয়া গেছে ৬০ হাজার ডোজ টিকা। যা প্রদান করা হবে দুই দফায় ৩০ হাজার জনকে। এজন্য জেলায় স্থাপন করা হয়েছে সাতটি কেন্দ্রে ২৪টি বুথ। 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর