তামাক ও তামাকজাত পণ্য জন স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তামাক নিয়ন্ত্রণে তামাকজাত দ্রব্যে কর বৃদ্ধি একটি পদ্বতি। তামাক কোম্পানিগুলো তামাকজাত দ্রব্যের উপর কর বৃদ্ধির প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে নানা অপকৌশল ও মানববন্ধন করে থাকে। মধুপুর স্বাস্থ্য শিক্ষা কৃষি গবেষণা উন্নয়ন ফাউন্ডেশন ও ডাবলিউ বিবি ট্রাস্টের সহযোগিতায় টাঙ্গাইল জেলার মধুপুরে তামাকজাত দ্রব্যের কর বৃদ্ধির ক্ষেত্রে তামাক কোম্পানিগুলো বিভিন্ন কুটকৌশল অবলম্বন করে সামাজিক যোগাযোগ মাধ্যম, সোস্যাল মিডিয়া ফেইসবুকে প্রচার করে আসছে। কিন্তু তামাকের কর বৃদ্ধির করা না হলে তামাক কোম্পানি আরো বেপরোয়া হয়ে উঠবে যা সাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির সম্মুখিন হবে। এমতাবস্থায় তামাক কোম্পানির কর বাড়ানো একান্তই জরুরি।