মাদক ছাড়, সংগীত ধর, এ শ্লোগানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পশ্চিম পাড়া উদয় সংগীত একাডেমীর উদ্যোগে বৃহস্পতিবার (১৮/২) বিকালে স্বামী বিবেকানন্দ সেবক সংঘ আশ্রম প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এড: শহীদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি ও মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক শুক্লা রানী ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি সাংবাদিক সঞ্জয় সাহা, উদয় সংগীত একাডেমীর সভাপতি সরদার শাকিল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন লিমন, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সদস্য এনামুল হক রাজিব। ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহাবউদ্দিন উজ্জ্বলের সঞ্চালনায় বাউল সংগীত পরিবেশন করেন, বাউল গোলাম হোসেন, ইকবাল, রুকসানা বেগম, আমানউল্লাহ সরকার, নিপেন্দ্র দেবনাথ ও শুভ প্রমূখ।
CBALO/আপন ইসলাম