ঠাকুরগাঁওয়ে ভূমিহীনদের অধিকার আদায়ের লক্ষ্যে রুহিয়া থানা শাখা আয়োজনে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল ১১টায় রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠ রুহিয়া থানা শাখার সভাপতি প্রফুল্ল কুমার বর্মন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লহ্ আল মামুন,প্রধান বক্তা, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন। বিশেষ অতিথি ঠাকুরগাঁও সদর সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান শোহাগ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হানিফ বাংলাদেশি, সাধারণ সম্পাদক ঠাকুরগাঁও জেলা শাখার মুজিবুর রহমান,কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল আমিন, উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ্ব মোঃ আওয়াল মোল্লা, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব।আমন্ত্রিত অতিথি,রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অনিল কুমার সেন, ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবু, আখানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন রুহিয়া থানা শাখার সহ-সভাপতি শফিরুল ইসলাম শফি,সমাবেশে খাস জমির অধিকার ভূমিহীন জনতার স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বলেন অসহায় ভূমিহীনদের নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তাদের জন্য সরকারি খাস জায়গা বরাদ্দ নিয়ে আবাসনের ব্যবস্থা সহ ভূমিহীনদের নানা রকম সরকারি সুযোগ সুবিধা সহ মৌলিক অধিকার আদায়ের লক্ষে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন রুহিয়া থানা শাখা কাজ করে যাচ্ছে।
CBALO/আপন ইসলাম