বরিশালের আগৈলঝাড়া উপজেলা শ্রমিকলীগের ত্রাণ ও পুণর্বাসন বিষয়ক সম্পাদক মো. নুরুল হক ফকিরের মাতা আনোয়ারা বেগম (৯০)বার্ধক্যজনিত কারণে মঙ্গললবার ভোর রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…….রাজেউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়ে, নাতি নাতনীসহ বহু গুনাগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বাদ আছর মরহুমার নিজ বাড়িতে জানাজা শেষে বাকাল ইউনিয়নের পশ্চিম বাকাল গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন সম্পন করা হয়েছে।
মরহুমার জানাজায় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, আওয়ামী লীগ নেতা সহিদুল ইসলাম পাইক, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, যুবলীগ সভাপতি সাইদুল সরদার, ছাত্রলীহ সভাপতি জাকির পাইকসহ উপজেলা নেতৃবৃন্দ শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।
CBALO/আপন ইসলাম