বান্দরবান লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মোঃ ইসমাইল স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে আল-হেরা সাংস্কৃতিক ফোরামের ব্যবস্থাপনায় তাফসীরুল কোরআন ও ক্বেরাত সম্মেলন সম্পন্ন হয়। সোমবার (১৫ ফেব্রুয়ারি’২১) বিকাল ৩টায় লামা গজালিয়া জিপ স্টেশন চত্বরে এম. মিজানুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনীয় বক্তার আলোচনা রাখেন লামা ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও. আবু তৈয়ব। প্রধান বক্তার আলোচনা রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন বিশিষ্ট লেখক ও গবেষক চট্টগ্রাম জিরি মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা ডঃ আ ফ ম খালিদ হোসাইন, বিশেষ বক্তার আলোচনা রাখেন গাজীপুর তা’লীমুল কোরআন মাদ্রাসার পরিচালক মাও. মুফতি উবায়দুল্লাহ বিন সাঈদ সহ স্থানীয় ওলামায়ে কেরামগণ।
এছাড়া ক্বেরাত পরিবেশনায় ছিলেন, আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত শিশু ক্বারী রিফাত বিন আব্দুর রশিদ ঢাকা। শাহমীরপুর মাদ্রাসার সাবেক ক্বেরাত বিভাগীয় প্রধান, মাওলানা ক্বারী আতাউল্লাহ আজাদী। ক্বারী মাওলানা আব্দুর রশিদ চট্টগ্রাম, শিশু ক্বারী মো. সিরাতুল মোস্তাকিম এবং সংগিত পরিবেশনায় ছিলেন আল-হেরা সাংস্কৃতিক ফোরাম, লামা বান্দরবান। মাহফিলে অধিবেশন অনুস্বারে সভাপতিত্ব করেন লামা ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক হা. মাও. খলিলুর রহমান, বিলছড়ি দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠিতা মাও. আনোয়ার হোসাইন, লামা সরকারি হাইস্কুল জামে মসজিদের খতিব মাও. ইয়াহিয়া। এদিকে সমাপনী আলোচনা করে মুনাজাত পরিচালনা করেন গাজীপুর তা’লীমুল কোরআন মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি উবায়দুল্লাহ বিন সাঈদ।
এসময় উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, পৌর মেয়র মো. জহিরুল ইসলাম, বমু বিলছড়ি ইউপির চেয়ারম্যান মো. আব্দুল মতলব এবং স্থানীয় জনপ্রতিনিধি ও আলেম ওলামা সহ হাজারো তৌহীদি জনতা। উল্লেখ্য যে, গেলো (১৫ ফেব্রুয়ারি’১৯) লামা উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল মৃত্যু বরন করেন, উপজেলার জনপ্রিয় এই নেতার মৃত্যুতে দলীয় নির্দলীয় সকল রাজনীতিবিদ সহ স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে।পাশাপাশি তাঁর স্মৃতিকে অম্লান রাখতে এ ধরনের ভাল কাজ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টগণ।
CBALO/আপন ইসলাম