সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

ই-পেপার

গৌরনদীতে ছাত্রলীগ নেতা টিপু ও কামালের মৃত্যু বার্ষিকী পালিত

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ৫:৩৩ অপরাহ্ণ

বরিশালের গৌরনদী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল আহসান টিপু ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম কামাল হোসেনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দলীয় ও পারিবারিক ভাবে নানা কর্মসুচি পালিত হয়েছে।

উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে সোমবার সকালে কালো ব্যাচ ধারণ, দলীয় কার্যালয়ে মিলাদ, দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। দুপুরে মরহুমদের কবরে পুস্পমাল্য অর্পণ, জিয়ারত ও দোয়া মোনাজাত করা হয়। এ সময় পৌর মেয়র মো. হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, কৃষ্ণ কান্ত দে, উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বজলুর রশিদ, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক কামরুল ইসলাম দিলীপ, উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান, মরহুম খায়রুল আহসান টিপুর সহদোর আলম মোল্লা, বোন নাজমুন নাহার পুতুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক বেপারীসহদলীয় নেতা-কর্মী ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। এ ছাড়া পারিবারিক ভাবে পৃথকভাবে কোরানখানি, মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে।উল্লেখ্য, ১৯৯১ সালের এই দিনে বোমা বিস্ফোরণে উক্ত দুই ছাত্রলীগ নেতা নিহত হন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর