সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

ই-পেপার

আমরা টিকা নিয়েছি আপনারাও নিন

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ৫:৩২ অপরাহ্ণ

কোভিড-১৯ মহামারি করোনা মোকাবিলায় অবশেষে টিকার সন্ধান পেয়েছে পৃথিবীর মানুষ। এরইমধ্যে টিকা তৈরিও হয়ে গেছে। বিশ্বের নানা দেশে চলছে টিকা প্রদান কর্মসূচিও। পিছিয়ে নেই বাংলাদেশও। কয়েক সপ্তাহ আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় দেশে এসেছে করোনার টিকা। টিকা গ্রহণও করেছেন নানা পেশা-শ্রেণির মানুষ। সারাদেশের ন্যায় নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি চলছে। সুরক্ষা এ্যাপসের মাধ্যমে আপনার তথ্য দিয়ে রেজিষ্টেশন করুন । করোনা ভাইরাসের টিকা অন্যান্য টিকার মত স্বাভাবিক ও সহনীয়।

আজ সোমবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর ইউনিটের সভাপতি মোঃ সিরাজ আল মাসুদ ও সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক করোনা ভাইরাসের টিকা গ্রহন করেছেন।। এ খবর নিশ্চিত করেছেন নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. রোকনুজ্জামান খান।

জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর ইউনিটের সভাপতি মোঃ সিরাজ আল মাসুদ বলেন, আমি টিকা গ্রহণ করেছি, আপনারাও করুন । টিকা গ্রহন নিয়ে বিব্রত বা ভয়ের কিছু নেই। যারা বিভ্রান্তি ছড়ায় তারা আপনার মঙ্গল কামনা করে না।

সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক বলেন, টিকা নেওয়ার পর তার শারীরিক অবস্থা স্বাভাবিক আছে। অন্যদেরও তিনি টিকা নিতে উৎসাহিত করছেন। পর্যায়ক্রমে জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর ইউনিটের সকল সদস্য টিকা গ্রহণ করবেন আশা করছি।

 

CBALO/আপন ইসলাম

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর