সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

ই-পেপার

আটোয়ারীতে কোভিড-১৯ টিকা গ্রহন সংক্রান্ত জনসচেতনতামুলক র‌্যালি ও আলোচনা সভা

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ৫:৩১ অপরাহ্ণ

“ কোভিড-১৯ মোকাবেলায় আমি টিকা নিয়েছি, সুস্থ আছি। কোভিড-১৯ প্রতিরোধে আপনিও টিকা নিন, সুস্থ থাকুন।” স্লোগান নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে সোমবার(১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বর হতে স্বাস্থ্য বিধি মেনে ব্যানার সহ জনসচেতনতামুলক একটি র‌্যালি বের হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড় প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়া। উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ হারুন অর রশিদের সঞ্চালনায় স্লোগানের উপর এবং কোভিড-১৯ টিকা গ্রহন ও উদ্বুদ্ধকরনে আমাদের করণীয় সম্পর্কে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন,অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম ও বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান । আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায়। র‌্যালি ও আলোচনা সভায় অন্যদের মধ্যে ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন হতে আনসার ও ভিডিপি’র দলনেতা সহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর