বরিশালের গৌরনদীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসচি গ্রহনের মাধ্যমে প্রস্তুতিমূলক সভা রোববার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্প্রসারণ কর্মকর্তা ডা. মাছুম বিল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ. জলিল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মামুনুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা আহসান হাবীব, সরিকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি বিপ্লব সরকার, সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, পল্লী বিদ্যুৎ গৌরনদী অফিসের ডিজিএম জুলফিকার হায়দার চৌধুরী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
CBALO/আপন ইসলাম