র্যালী,আলোচনা সভা ও কেককাটার মধ্যদিয়ে ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাবের আলোচনা সভায় মিলিত হয়। আমার সংবাদের জেলা প্রতিনিধি কে এম সালেহ’র উদ্যোগে, প্রেসক্লাবের সভাপতি এম রায়হান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্তি পুলিশ সুপার আনোয়ার সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, বেসরকারী সংস্থা সিও’র নির্বাহী পরিচালক সামসুল আলম, জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক এড. সালমা ইয়াসমিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মানবাধিকার কর্মী আমিনুর রহমান, ইত্তেফাকের ভাম্যমান প্রতিনিধি বিমল বিশ্বাস, কালের কণ্ঠের সাইফুল মাবুদ, এস এ টিভি’র ফয়সাল আহম্মেদ, বিটিভি’র পিন্টু দত্ত, সময় টিভির সোহাগ আলী, সময়ের আলোর কাজী লিকু, ভোরের পাতার শাহানুর আলম উপস্থিত ছিলেন।
এছাড়া জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনায় প্রধান অতিথি বলেন একটি সংবাদপত্রের মূল হাতিয়ার হলো বস্তনিষ্ঠতা, আমার সংবাদ জন্মলগ্ন থেকেই সেই ধারা বজায় রেখে চলেছে। এই প্রত্রিকার সম্পাদক, প্রতিনিধিসহ সকল কলাকুশলীদের শুভেচ্ছা ও পত্রিকার উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করেন।
CBALO/আপন ইসলাম