ইউনিয়ন পর্যায়ের ডিজিটাল সেন্টার ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে জেলা প্রশাসনের সন্মাননা পেল নান্দাইলেে জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম ময়মনসিংহের নান্দাইল উপজেলার সদর ইউনিয়নের ডিজিটাল উদ্যোক্তা। গতকাল ১৩ ফেব্রুয়ারী শনিবার ময়মনসিংহ শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে এই সন্মাননা পুরুষ্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান (এনডিসি) সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক একেএম গালিব খান, মহানগর আওয়ামীলীগ সভাপতি মোঃ এহতেশামুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ পাঠান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ মোয়াজ্জেম হোসেন বাবুল,জেলা পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক জয়িতা শিল্পী। সংক্ষিপ্ত আলোচনা শেষে বিজয়ীদের হাতে পুরুষ্কার তোলেদেন অতিথিরা।
CBALO/আপন ইসলাম