ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামের দুজন অসহায় ব্যাক্তির জটিলরোগের চিকিৎসার দায়ভার নিল মিরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদ।গতকাল শুক্রবার(১২/২) মিরপুর পুরাতন বাজারে অসহায় একটি পরিবারের মাঝে চিকিৎসার ব্যয়ভার হিসেবে নগদ ৫১ হাজার টাকা প্রদান করা হয়।এর কয়েকদিন আগে আরেকটি পরিবারকে একই উদ্দ্যশ্যে নগদ ৩২ হাজার টাকা প্রদান করা হয়। নগদ টাকা প্রদানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ বাহিনীর অতিরিক্ত পুলিশ সুপার মিরপুরের গর্বিত সন্তান সাফিউল সারোয়ার,হারুন সরকার,হাজী মর্শিদ মিয়া,মোঃ খুশরুজ্জামান,আকাশ মিয়া,বাবুল সরকার,রাশেদ আলম সরকার,ডাক্তার মোজাম্মেল হকসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। সাফিউল সারোয়ার রোগীর হাতে নগদ টাকা দেওয়ার সময় অনূভূতি ব্যক্ত করে বলেন,”প্রবাসীদের এই উদ্যোগ অত্যন্ত সাধুবাদ পাওয়ার যোগ্যতা রাখে। তারা এই পর্যন্ত প্রায় ৭(সাত) লক্ষ টাকা এই গ্রামের বিভিন্ন মানবিক কাজে ব্যয় করেছে।আমি এই পরিষদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।
CBALO/আপন ইসলাম