কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের চান্দুর পাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বিধবা মহিলা হাসেনারা বেগম নামের মহিলা বসত বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে বসতবাড়ি ভাংচুর ও ডাকাতি, নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগকরছে ভুক্তভোগী । গত ১১ ফেব্রুয়ারি রাত ২টা ৩০ মিনিটে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চান্দুর রাস্তার মাথা এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়ির মালিক হাসেনারা বেগম (৫৫) বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে কক্সবাজার থানায় একটি এজাহার দায়ের করেছেন বলে জানায়। এজাহারে পাওয়া বিবাদীগণ হলেন-মোহাম্মদ নুর,জায়তুন নূর, সৈয়দনূর,মোঃ হারুন, নুরুল হুদা,মোঃ আদল,মোঃ আশরাফ সর্ব পিতা মোহাম্মদ আদনান, পিতা মিজানুর রহমান , সর্ব সাং ভারুয়াখালী,চান্দুর পাড়া। থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়,হাসেনারা বেগম তার পিতা আমির হোসেন থেকে সন্তানদের নামে হেবামুলে পাওয়া সম্পত্তি সাথে একই এলাকার মোহাম্মদ নূর এর মধ্যে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধকে কেন্দ্র করে গত ১১ ফেব্রুয়ারি রাত ২টা ৩০ মিনিটে ৩০/৪০ জন মতো লোক মোহাম্মদ নূর এর নেতৃত্বে বিভিন্ন ধরনের ভারি অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বসতবাড়ি ঘেরাও করে ঘরের দরজা, জানালা, আসবাবপত্র ছিন্ন বিচ্ছিন্ন করে ভাঙচুর করে, স্বর্ণ গহনা টাকা-পয়সা সবকিছু লুট করে নিয়ে যায়। এবং বাদিনী হাসেনারা বেগম এর দুই মেয়েকে পিটিয়ে আহত করে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানায়, এ সময় তারা উপায় না দেখে ৯৯৯ এ কল করে পুলিশের সহযোগিতা চাইলে কক্সবাজার থানা দ্রুত সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে বাড়ির লোকদের উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা পালিয়ে যায়। সরেজমিনে দেখা যায়,প্রতিপক্ষের বর্বরচিত হামলা ভাংচুর, লুটাপাটের শিকার হয়ে সহায়, সম্বল হারানো সর্বশান্ত পরিবারের মানুষ গুলির কান্না আর হাহাকার। যেখানে বসবাস করার মতো পরিবেশ দেখা মিলেনি। স্থানীয় সাধারণ জনগণের সাথে কথা বলে জানা যায় ঘটনার রাত ২০/৩০ রাউন্ড গুলির শব্দ শুনতে পাই বলে পাই বলে শিকার করছে কিন্তু কে বা কারা করছে আমরা জানি না।
তাদের পরিবারের সাথে সাক্ষাৎ কালে ঘটনার বিষয়ে জানতে চাইলে একটি দলিল ও বিএস সৃজন খতিয়ান যার নং ৩২৩৬, কপি সংবাদ কর্মীকে দিয়ে জানায় এই জমি দাবি করছে প্রভাবশালী প্রতিপক্ষ। এবং বাড়িতে সহিংস হামলা চালিয়ে বাড়িঘর, দোকান ভাংচুর,টাকা, স্বর্ন,মুল্যবান সব মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করে। ক্ষতিগ্রস্ত হাসান আরা বেগমের পরিবারবর্গ প্রশাসনের প্রতি বাড়িতে হামলার ঘটনাটি তদন্ত করে জড়িত অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার বিনীতভাবে অনুরোধ করেন।
CBALO/আপন ইসলাম