সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

ই-পেপার

গোপালপুরে নারী ও কন্যা শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা

মো. নূর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১, ৬:৪১ অপরাহ্ণ

আজ  ১১ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে গোপালপুর উপজেলার হেমনগর গ্রামে নারী ও কন্যা শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (আইএফইএস) এর সহযোগীতায় সভার সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ আ: রহিম।
বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগররিক- সুজন গোপালপুর উপজেলা শাখা সভাপতি অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, সুজন ভূঞাপুর উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক মির্জা মহিউদ্দিন আহমেদ, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, ভূঞাপুর প্রেসক্লাব সভাপতি শাহ আলম প্রামাণিক, শিক্ষক নেতা শামছুল হক, মানবাধিকার কর্মী আজমল খান,  নারী নেত্রী নেটওয়ার্ক টাঙ্গাইল জেলা শাখার সম্পাদক অধ্যক্ষ জেবুন্নেছা, গোপালপুর প্রেসক্লাবের সম্পাদক সন্তোষ কুমার দত্ত, গোপালপুর উপজেলা সুজন সম্পাদক মাহবুব রেজা সরকার আতিক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জি.এম. ফারুক, সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কে.এম. শামীম, সাংবাদিক সেলিম হোসেন, সাংবাদিক সাইফুল ইসলাম, ইউপি সদস্য মমতাজ বেগম, ইউপি সদস্য হোসেন আলী, নারী নেত্রী শাহিদা ইসলাম, ছাত্রনেতা মুনিরুজ্জামান টিপু, উপজেলার জাতীয় পার্টি সম্পাদক খন্দকার শহিদুল আলম, ইয়ূথ অ্যাম্বাসেডর এস. এম. ইমরান হোসেন, সুজন ভূঞাপুর উপজেলা কমিটি সাংগঠনিক সম্পাদক হালিমুর রশীদ রিপন, যুগ্ন আহবায়ক শহর ছাত্রলীগ সুজনসহ বিশিষ্ট জনেরা।
অনুষ্ঠানে সেচ্ছাব্রতী, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থীসহ সমাজের বিভিন্নস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিকশিত নারী নেত্রী নেটওয়ার্ক টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি আঞ্জু আনোয়ারা ময়না। অনুষ্ঠানে বক্তারা নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর