সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

ই-পেপার

আল-জাজিরায় প্রধানমন্ত্রীকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে রুপনগর থানা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

রফিকুল ইসলাম সজীব,স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১, ৯:৫১ পূর্বাহ্ণ

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরায় বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ঢাকা মহানগর ছাত্রলীগের অন্তর্গত রুপনগর থানা ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে রুপনগর থানা ছাত্রলীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিল্কভিটা মোরে পথসভা করেন তারা। পথসভায় রুপনগর থানা ছাত্রলীগের সভাপতি ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের যুগ্ম -সাধারন সম্পাদক মারুফ হোসাইন মিঠুর সভাপতিত্বে বক্তব্য দেন রূপনগর থানা ছাত্রলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম, রূপনগর থানা ছাত্রলীগের সহ-সভাপতি তাহজীব ইসলাম নুহাশ, রূপনগর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু জাফর নোবেল, সাংগঠনিক সম্পাদক শাকিল শেখ,উপ অর্থ সম্পাদক শাহিদুর রহমান অন্ময় সহ প্রমুখ।

 

বক্তারা বলেন, জামায়াত ও যুদ্ধাপরাধীদের দালাল সাংবাদিক নামধারী ডেভিড বার্গম্যান সুনির্দিষ্ট কোনো তথ্যপ্রমাণ ছাড়াই সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুর্নীতিবাজ বলে কাল্পনিক চরিত্র দিয়ে অসত্য গালগল্প সাজিয়েছেন। জনসমর্থন হারিয়ে বার্গম্যানের মতো দালালদের মাধ্যমে আন্তর্জাতিক বিশ্বে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাবার চেষ্টা করছে। আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা তাদের এ ষড়যন্ত্র কখনোই সফল হতে দেবে না। বক্তারা আল-জাজিরা অসত্য প্রচারের জন্য ক্ষমা না চাইলে, তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে সরকারের কাছে দাবি জানান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপনগর থানা ছাত্রলীগ এর অন্তর্গত ৯২ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান সুমন, ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জনাব তানভীর রহমান, দুয়ারীপাড়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ সাব্বির রহমান জুবায়ের ও রুপনগর থানা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর