সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

ই-পেপার

মানবিক ইউএনও এরশাদ উদ্দিন নান্দাইলে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত দুই শিশুকে সহায়তা প্রদান

ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১, ২:৫৪ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ উদ্দিন মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত দুই শিশুকে ১৮৪১৩ টাকা চিকিৎসা সহায়তা প্রদান করেন। উপজেলার আচারগাঁও ইউনিয়নের ধরগাঁও গ্রামের দিনমজুর খোরশেদ আলমের দুই শিশু সন্তান ফয়সাল আহম্মেদ (৫) ও তাজমহল (৪) দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়া রোগে ভোগছিল। ইউএনও মো. এরশাদ উদ্দীন তাঁর নিজস্ব উদ্যোগে বিগত দুই মাস আগে মানবিক সহায়তার জন্য উপজেলার বিভিন্ন দফতরে ৪টি বক্স স্থাপন করেছিলেন। মঙ্গলবার প্রথমবারে মত ওইসব মানবিক সহায়তা বক্সগুলো খোলা হয়েছে। বক্সগুলো থেকে মোট ২১ হাজার ১ শত ১৩ টাকা পাওয়া যায়। তবে ইউএনও’র নিজ কার্যালয়ে স্থাপিত বক্সে প্রাপ্ত ১৮৪১৩ টাকা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত দরিদ্র এই দুই শিশু’র সু-চিকিৎসা করার জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ উদ্দিন জানান, ভিুক, অসহায় ও দারিদ্র পীড়িত মানুষকে পুনর্বাসন করার লক্ষ্যে এই মানবিক সহায়তা বক্স খোলার উদ্যোগ নিয়েছিলাম। উপজেলায় সেবা নিতে আসা ব্যক্তিগণ যার যার সাধ্যমত সহায়তা প্রদান করে এই মানবিক উদ্যোগকে সফল করে তুলবে। এছাড়া প্রশাসনের কর্মকর্তাদের পরিবর্তন হলেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর