সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

ই-পেপার

ইসলামিক ফাউন্ডেশন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ময়মনসিংহ বিভাগীয় কমিটি গঠন

ধোবাউড়া প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১, ৮:৪২ অপরাহ্ণ

ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মুজিব শতবর্ষ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ময়মনসিংহ বিভাগের জেলা উপজেলার শিক্ষকদের উপস্থিতে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের উদ্যোগে গত শনিবার সকাল ১০ টায় ময়মনসিংহ মিসবাহুল জান্নাত মহিলা মাদ্রাসায় মত বিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় মাওঃশহিদুল ইসলামের সভাপতিত্বে,মাওঃশফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মাওঃ মুফতি হোসাইন আহমদ, বিশেষ অতিথি মাওঃ রাশেদুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব মাওঃজুবাইদুর রহমান ,যুগ্ম আহবায়ক মাওঃ কে এম মিনহাজ উদ্দিন, আইসিটি সম্পাদক খাদিমুল ইসলাম মামুন, মাওঃ খলিলুর রহমান প্রমুখ।এসময় বক্তারা বলেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, প্রাচীনকাল থেকে এদেশে ইসলামিক আদর্শ ও মূল্যবোধের লালন চর্চা করে আসছে। ইসলাম প্রচার ও প্রসারের লক্ষ্যে মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান১৯৭৫ সালে ২২ শে মার্চ ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প ইসলামিক ফাউন্ডেশন এর অন্যতম গুরুত্বপূর্ণ বৃহৎ প্রকল্প। প্রকল্পের প্রথম পর্যায়ের শিক্ষা কার্যক্রম জানুয়ারি ১৯৯৩ সালে শুরু হয়ে ধারাবাহিকভাবে ৭ম পর্যায় অর্থাৎ বর্তমান সময় পর্যন্ত চলমান রয়েছে।

 

উক্ত প্রকল্পে সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড শিক্ষা বিস্তারের কাজে মসজিদের ইমাম সাহেবের সম্পৃক্ত করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ১৯৯৩ সালে মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রমের আওতায় প্রাক-প্রাথমিক, সহজ কুরআন ও বয়স্ক শিক্ষা কার্যক্রম শুরু করেন। বর্তমানে ৭৩৭৬৮ জন শিক্ষক শিক্ষিকা কর্মরত আছেন। মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা শিক্ষা কার্যক্রমকে আরো বেগবান ও সরকারি কাজে সার্বিক সহযোগিতা করার লক্ষ্যে ইঃফাঃমউশিক শিক্ষক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় আহবায়ক কমিটি গঠনকরা হয়।এরই ধারাবাহিকতায় সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ২৫ সদস্য বিশিষ্ট ময়মনসিংহ বিভাগীয় আহবায়ক কমিটি গঠন করা হয়।ইতিমধ্যে বাংলাদেশের প্রায় সকল বিভাগের বিভাগীয় আহবায়ক কমিটি গঠন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় কমিটির সদস্য সচিব মাও শফিকুল ইসলাম ।অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় করে দোয়া করা হয়।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর