সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

ই-পেপার

ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি স্থান থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১, ৬:৪৩ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি স্থান থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। স্ত্রীকে গলা কেটে আর স্বামীকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করছে পুলিশ। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ, পিবিআই ও ক্রাইম সিনের তিনটি ইউনিট কাজ করছে।নিহত সাইদুল ইসলাম ও তার স্ত্রী আসমা বেগম জেলার সদর উপজেলার আকচা ইউনিয়নের কাজিপাড়া গ্রামের বাসিন্দা।

তাদের মরদেহ পরে ছিল সদরের বরুনাগাঁও এলাকায় টাংগন নদীর পাড়ে।

 

জানা যায়, স্থানীয়দের কাছ থেকে পুলিশ ৯৯৯ এ ফোন পেয়ে দুপুরে টাংগন নদী এলাকার পৃথক দুটি স্থান থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে। প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ, পিবিআই ও ক্রাইম সিনের তিনটি ইউনিট কাজ করছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে

 

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, পুলিশ সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর