সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

ই-পেপার

টাঙ্গাইলে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মুহাইমিনুল ইসলাম হৃদয়  টাঙ্গাইল প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১, ৮:৩২ অপরাহ্ণ

পেশাগত দায়িত্ব পালনকালে বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি এনায়েত করিম বিজয় সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল প্রেসক্লাবের সাংবাদিকরা।
আজ সোমবার (৮ ফেব্রুয়ারি)  সকাল ১১ টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানবন্ধন করা হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সহ-সভাপতি তুহিন খান, নিউ এজের জেলা প্রতিনিধি হাবিব খান, একুশে টিভির জেলা প্রতিনিধি কাজী তাজ উদ্দিন রিপন, ও চ্যানেল আইয়ের সোহেল তালুকদার প্রমুখ।
এসময় প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ তার  বক্তবে ক্ষোভ প্রকাশ করে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি এনায়েত করিম বিজয় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ ঘটনার একদিন অতিবাহিত হলেও এখনও পর্যন্ত কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাই ২৪ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেপ্তার করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তিনি।
মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

প্রসঙ্গত, টাঙ্গাইলের বাসাইলে কাউলজানি ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি জমি নিয়ে বিরোধে জেরে সংঘর্ষ চলাকালে রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে সেখানি ছবি তুলতে গেলে  বাংলা ট্রিবিউনের টাঙ্গাইল প্রতিনিধি এনায়েত করিম বিজয়ের উপর হামলা করে সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেলারেল হাসপাতালে ভর্তি করে। এবিষয়ে গতকাল রাতেই কাউলজানি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী হবিকে প্রধান করে  বাসাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।মামলা পক্রিয়াধীন বলে জানিয়েছেন বাসাইল থানার ওসি।

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর