জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা, চরগোয়ালিনী, গোয়ালেরচর ইউনিয়ন ও পৌরসভার আংশিক এলাকায় গুচ্ছগ্রামের লোকদের মাঝে চাল, ডাল,ময়দা ও তেলসহ ৫২৪ প্যাকেট প্রধানমন্ত্রীর উপহার ও নদীভাঙ্গন কবলিত ৫৫টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছেন মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল।
সোমবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে প্রধানমন্ত্রীর উপহার ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রীর একান্ত সচিব দিদারে আলম মোহাম্মদ মাকছুদ চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী অফিসার এস.এম.মাজহারুল ইসলাম ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক বিএসসি ও রোজিনা আক্তার চায়নাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
CBALO/আপন ইসলাম