সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

ই-পেপার

মির্জা আজম এমপি জামালপুরে করোনার টিকাদান কাযর্ক্রম উদ্ধোধন করলেন

কামরুজ্জামান কানু,জামালপুর: 
আপডেট সময়: সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১, ৮:১০ অপরাহ্ণ

সারাদেশের ন্যায় জামালপুর জেনারেল হাসপাতালে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।৭ ফেব্রুয়ারি সকালে দেশব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।

সম্মুখসারির করোনাযুদ্ধা হিসেবে জামালপুর হাসপাতালের চিকিৎসক ডেপুটি সিভিল সার্জন কেএম শফিকুজ্জামান ও হাসপাতালের সিনিয়র নার্স বৃষ্টি নাগ এবং মোরসালিনা খাতুন কে এই ভ্যাকসিন প্রদানের মাধ্যমে এই কাযর্ক্রমের উদ্ধোধন করা হয়।
এরপর জনপ্রতিনিধি হিসেবে প্রথম টিকা নেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, গণমাধ্যম কর্মী হিসেবে গাজি টেলিভিশনের জেলা প্রতিনিধি আলী আকবর, সেই সাথে বীর মুক্তিযোদ্ধা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

 

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, পুলিশ সুপার দেলোয়ার হোসেন, সিভিল সার্জন প্রণয় কান্তি দাস, পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান, ডেপুটি সিভিল সার্জন কেএম শফিকুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা ও সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।

টিকাদান কর্মসূচি শুরুতেই
অগ্রাধিকার পাবে বীর মুক্তিযোদ্ধা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সামরিক ও বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্য, রাষ্ট্র পরিচালনায় অপরিহার্য্য কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি, পৌরসভার কর্মচারী, ধর্মীয় প্রতিনিধি, মৃতদেহ সৎকারে নিয়োজিত ব্যক্তি এবং জরুরি সেবার (পানি, গ্যাস, পয়ঃনিষ্কাশন, বিদ্যুৎ, ফায়ার সার্ভিস ও পরিবহন)কর্মী রয়েছে।

 

সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস বলেন,জামালপুর জেলায় বরাদ্দ পাওয়া ৭১ হাজার ৯৯৯ ডোজ করোনার টিকা গতকাল জামালপুর সদরসহ সাতটি উপজেলায় পাঠানো হয়েছে।
এর মধ্যে বকশীগঞ্জ উপজেলায় ৬ হাজার ৮৭৫ ডোজ, দেওয়ানগঞ্জে ৮ আজার ১০৭ ডোজ, ইসলামপুরে ৯ হাজার ৩৭২ ডোজ, মাদারগঞ্জে ৮ হাজার ৩৭৫ ডোজ, মেলান্দহে ৯ হাজার ৮৩৫ ডোজ, সরিষাবাড়ীতে ১০ হাজার ২১৬ ডোজ এবং জামালপুর সদর উপজেলায় ১৯ হাজার ৩১৬ ডোজ টিকা পাঠানো হয়েছে।

আজ প্রথম ধাপে টিকা দেওয়া হবে অর্ধেক ডোজ, অর্থাৎ ৩৫ হাজার ৯৯৯ জনকে। দ্বিতীয় ধাপ একমাস পর নতুন আরো ৩৫ হাজার ৯৯৯ জনকে টিকা দেওয়া হবে। ফলে প্রথম ধাপের টিকাদান কার্যক্রম শুরু করা হলো ৩৫ হাজার ৯৯৯ জনকে টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে।
জেলার প্রতিটি টিকাদান কেন্দ্রের প্রতিটি বুথে প্রশিক্ষিত দুইজন করে নার্স ও চার সদস্যের স্বেচ্ছাসেবক নিয়ে একটি করে টিম টিকা প্রয়োগের কাজে নিয়োজিত থাকবেন। টিকা নেয়ার পর পর্যবেক্ষণ করা সহ করোনার টিকাদান কর্মসূচি বাস্তবায়নে ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর