৭ ফেব্রুয়ারি সকালে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা চিকিৎসক আহসান হাবীবের সভাপতিত্বে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলায় প্রথম দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মহব্বত কবীরকে কোভিড-১৯ টিকা নিয়ে সকলকে উৎসাহিত করেন। পরে আওয়ামী লীগ নেতা আবু বক্কর, তার সহধর্মিনী মেহেরনিগারসহ পুলিশ সদস্য, স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সসহ ২০ জনকে টিকা দেওয়া হয়।
স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা চিকিৎসক আহসান হাবীব জানান, উপজেলায় প্রথম প্রর্যায় ১২১টি কোভিড-১৯ টিকা পেয়েছি। তালিকা অনুযায়ী প্রথম দিন মডেল থানার ওসি, পুলিশ সদস্য, স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স, আওয়ামী লীগ নেতাসহ ২০ জনকে টিকা দেওয়া হয়।
CBALO/আপন ইসলাম