সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

ই-পেপার

ইয়াং কংগ্রেস এনআরবি গ্লোবালের ফ্রী স্কুল ব্যাগ বিতরণ সম্পন্ন

শাহিনুর ইসলাম রাজশাহী:
আপডেট সময়: রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১, ৮:৩২ অপরাহ্ণ

ইয়াং কংগ্রেস এনআরবি গ্লোবাল ও জাহানারা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ব্যাগ বিতরণ অনুষ্ঠান অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে গত ৬ই ফেব্রুয়ারী (শনিবার)। এনআরবি ইয়াং কংগ্রেস একটি আধুনিক, সম্পূর্ন অলাভজনক এবং অরাজনৈতিক একটি সংগঠন এবং বিশেষ করে তরুণদের জন্য অত্যন্ত ফলপ্রসূ একটি প্রতিষ্ঠান। শনিবার সকাল ১০ টায় কাঙ্খিত ভেন্যুতে (মুরারীদহ সরঃ প্রাথমিক বিদ্যালয়, ঝিনাইদহ) ইয়াং কংগ্রেস লিডারগন পৌছায়। যেখানে সাথে ছিলো ৫০ জন উচ্ছ্বসিত শিক্ষার্থী, যারা ছিলো ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণীর শিক্ষার্থী এবং তাদের সাথে এসেছিলো সম্মানীয় অভিভাবকবৃন্দ। এছাড়া ও অতিথি হিসেবে ছিলেন উক্ত স্কুলের শ্রদ্ধীয় প্রধান শিক্ষক, মুরারীদহ সরঃ প্রাথমিক বিদ্যালয়।আরো ছিলেন স্কুলের সম্মানীয় সভাপতি এবং অন্যান্য শিক্ষকবর্গ। অনুষ্ঠানটা পরিকল্পনা করা হয় বাচ্চাদের ভাবনার সাথে মিল রেখে, প্রথমেই ইয়াং কংগ্রেস লিডারগন নিজ হাতে তাদের মাস্ক পড়িয়ে দিয়, তাদের হাতে তুলে দিয় কলম- পেন্সিল এবং পেপার যেখানে তারা তাদের মনের মাধুরী দিয়ে প্রকাশ করেছে তাদের মায়ের জন্য তাদের ভালোবাসা। তারপর তাদেরকে বেলুন দেওয়া হয় খুশি করার জন্য এবং এরপর শুরু হয় মূল আয়োজন, যেটা ছিলো যারা ব্যাগ কিনতে অসামর্থ্য তাদের কাছে উপহারস্বরূপ ব্যাগ পৌছে দেওয়া এবং তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। সব কিছু পেয়ে তাদের মুখে যে হাসির আবির্ভাব হয়েছিলো সত্যি সেটা কোটি টাকায় দিয়েও ক্রয় করা সম্ভব নয়।

 

এ সময় উপস্থিত ছিলেন ইয়াং কংগ্রেস লিডারগন, সম্মানীয় শিক্ষকবৃন্দ ও সভাপতি। যারা তাদের কিছু মূল্যবান বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করেছেন। কথা গুলো ছিলো খুবই হৃদয়স্পর্শী যেমন- প্রধানশিক্ষক বলেছেন তাদের বাচ্চাদের জন্য এর আগে এমন করে কিছু কেউ ভাবে নি বা করেনি। তাই তিনি ধন্যবাদ জানিয়েছেন আমাদের এনআরবি ইয়াং কংগ্রেস এবং বিশেষ করে জাহানারা ফাউন্ডেশন কে। সভাপতি সাহেব তুলে ধরেছিলেন তার গ্রামের বাচ্চারা যাদের ব্যাগ নেই তারা কত কস্ট করে বৃষ্টির দিনে বই নিয়ে স্কুলে আসে আরও তাদের বাচ্চা ও তাদের অভিভাবকের মুখের হাসির কারন হওয়ার জন্য আমাদের এনআরবি ইয়াং কংগ্রেস এবং জাহানারা ফাউন্ডেশকে জানিয়েছেন অজস্র ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন এ সময় ইয়াং কংগ্রেস লিডারগন ও তাদের প্রত্যেকের মনের ভাব প্রকাশ করেছেন, লিডার মোঃ মোক্তার হোসেন জানিয়েছেন ইয়াং কংগ্রেস এনআরবি গ্লোবাল কাজ করে যাচ্ছে দেশ ও প্রবাসের সেতুবন্ধনে, তারই সাথে কিছু সামাজিক কার্যক্রম। আশা করি আমরা তরুণ সমাজ এভাবেই দেশের সেবা করতে পারবো। লিডার শামীমা আহমেদ লিসা জানিয়েছেন- আমি খুবই আনন্দিত এমন সুন্দর আয়োজন করতে পেরে।আশা করি এমন কাজ আমরা ইয়াং কংগ্রেস এনআরবি গ্লোবাল চলমান রাখবো।

 

লিডার আখি আলমগীর জানিয়েছেন, এই কাজটার পুরা দায়িত্ব ছিল আমার উপর,সকল লিডারদের সাথে নিয়ে সুন্দর ভাবে শেষ করা হয়েছে। এছাড়াও উক্তি প্রোগ্রাম উপস্থিত ছিলেন ইয়াং কংগ্রেস, ফারজানা আফরিন অনু, ফাহিমা খাতুন, মোঃ মনিরুল ইসলাম, ওয়াসিফ,আলিহাজ উদ্দিন, ফয়সাল আরমান, আল-আমিন হোসেন, ফোরকান রহমানসহ অনেকে। সকল কিছুর উর্ধ্বে ছিলো বাচ্চাগুলোর হাসি মুখ, তাদের ভালো লাগা এবং আমাদের সকলের প্রতি তাদের ভালোবাসা ও দোয়া। তাদের সাহায্য করার মাধ্যমে তাদের থেকেও পাওয়া গেছে এক অপরূপ সাহায্য আর সেটা হচ্ছে আমরাও তাদের সাথে ফিরে গিয়েছিলাম আমাদের শৈশবে, আর সেই অনুভূতি ছিলো অমূল্য। পরিশেষে বক্তারা বলেন ইয়াং কংগ্রেস এনআরবি গ্লোবাল এভাবেই এগিয়ে যাবে এবং দেশ ও প্রবাসীদের সেতুবন্ধনে কাজ করে যাবে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর