সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

ই-পেপার

গোপালপুরে কোভিড ১৯ প্রতিরোধে ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন 

মো.নুর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১, ৭:১৪ অপরাহ্ণ

সারাদেশে ন্যায় আজ রবিবার (৭ই ফেব্রুয়ারি) টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা পর্যায়ে কোভিড ১৯ প্রতিরোধে ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে ।
ডাঃ খাইরুল আলমের সঞ্চালনায় ও গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মো.পারভেজ মল্লিকের সভাপতিত্বে  সকাল ১০টায় গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এক আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে ভ্যাক্সিন গ্রহনের সুফল সম্পর্কে অবহিত করা হয় ও ভ্যাক্সিন নিয়ে অপপ্রচারকারীদের প্রতিহত করার আহবান জানানো হয়।
আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আলিম আল রাজী, থানার অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন, হাদিরা ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ কাদের তালুকদার, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদিন প্রমুখ ।
বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল আলমকে প্রথম টিকাদানের মাধ্যমে টিকাদান কর্মসূচী উদ্বোধন করা হয়, প্রথমদিনে পর্যায়ক্রমে টিকা গ্রহন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল ইসলাম,  গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদিন সহ অন্যন্য সাংবাদিকবৃন্দ, ডাক্তার, পুলিশের সদস্য, মুক্তিযোদ্ধা,৫৫বয়স+ নাগরিক সহ সর্বমোট ১৪০ জন ।
উল্লেখ্য মোট ৮৪০০ ডোজ ভ্যাকসিন গোপালপুরে এসেছে , টিকা প্রদানে ১০ ধরনের জনগোষ্ঠীতে অগ্রাধিকার দেয়া হচ্ছে তাদের মধ্যে আছেন: মুক্তিযোদ্ধা, করোনা মোকাবিলায় নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী, সম্মুখসারির কর্মী, রোগ প্রতিরোধ ক্ষমতাহীন জনগোষ্ঠী, বয়োজ্যেষ্ঠ জনগোষ্ঠী, দীর্ঘ মেয়াদি রোগে আক্রান্ত প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠী, শিক্ষা কর্মী,গণপরিবহন কর্মী৷  বাংলাদেশের সব জনগোষ্ঠী পর্যায়ক্রমে করোনার টিকা পাবে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর