সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

ই-পেপার

নবীনগর রতনপুরে কেন্দ্রীয় নেতাদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শীতবস্ত্র বিতরন

মোঃ আনোয়ার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রধিনিধি:
আপডেট সময়: রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৪৬ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের কৃতিসন্তান এড: কাজী মোর্শেদ হোসেন কামাল ঢাকা মহানগর (দ:) আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও আলামিনুল হক আলামিন কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক নির্বাচিত হওয়ায় শনিবার (৬/২) বিকালে রতনপুর হাই স্কুল মাঠে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আসন্ন রতনপুর ইউপির নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতিকে মনোনয়ন প্রত্যাশী কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা সফল সংগঠক জাহিদ খান মিহিরের নেতৃত্বে অত্র ইউনিয়ন যুবলীগের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে ইউনিয়ন যুবলীগের সভাপতি কাজী ফকরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য পারভীন জামান কল্পনা ।

 

বক্তব্য রাখেন, সংবর্ধিত ঢাকা মহানগর(দ:) আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এড:কাজী মোর্শেদ হোসেন কামল, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক আলামিনুল হক আলামিন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সহ- সম্পাদক কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, কুমিল্লা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা তারিকুর রহমান জুয়েল, মুরাদনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড:আবুল কালাম আজাদ তমাল, নবীনগর উপজেলা ও কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক সঞ্জয় সাহা, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যাপক মো:শিপন মিয়া, চেয়ারম্যান রুহুল আমিন, নৌকার মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা জাহিদ খান মিহির, উপজেলা যুবলীগের সভাপতি সামস্ আলম, সেক্রেটারি আশরাফুল ইসলাম রিপন, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কাজী মাজেদুল ইসলাম কাইয়ূম, ইউনিয়ন স্বেচ্ছা সেবক লীগের সভাপতি কাজী আজিজুল ইসলাম জুয়েল, ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক মামুন আহমেদ সরকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ্ খান প্রমুখ ।

 

বক্তারা বলেন, নৌকার মাঝি হতে হলে নৌকার কান্ডারী হতে হবে। নৌকার বিরুদ্ধে যারা নির্বাচন করেছে তারা নৌকার কান্ডারী হতে পারে না। জাহিদ খান মিহির রতনপুরে নৌকার কান্ডারী হলে জননেত্রী শেখ হাসিনাকে জয়ের মালা উপহার দিতে পারবে। সভা শেষে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথির হাতে ক্রেষ্ট তুলে দেন জাহিদ খান মিহির এবং খান পরিবারের পক্ষ থেকে ৫ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরন করা হয়। পরে কুমিল্লা ও চট্টগ্রাম থেকে আগত শিল্পীরা সংগীত পরিবেশন করেন ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর