সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

ই-পেপার

ডেটিংয়ে আসা বালিকা প্রেমিকাকে আটকের পর ফোন করে ধরা হয় প্রেমিককে

অনলাইন ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১, ৭:৩০ অপরাহ্ণ

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট থেকে আজ বুধবার দুপুরে এক প্রেমিক যুগলকে আটক করেছে পুলিশ। ফেসবুক ও মোবাইল ফোনে পরিচয়ের প্রেক্ষিতে তারা শিমুলিয়ায় আসেন।

প্রেমিকা মাদারীপুরের শিবচর উপজেলার মির্জারচর মুন্সিকান্দি গ্রামের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। প্রেমিক ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মীরপুর গ্রামের আবুল বাশারের ছেলে রাজু মিয়া (২৪)। তিনি কাঠমিস্ত্রির কাজ করেন।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন গণমাধ্যমকে জানান, বালিকা প্রেমিকা শিমুলিয়া ঘাটে এসে প্রেমিককে খোঁজ করছিলেন। এমন সময় এলাকার নারীর সঙ্গে দেখা হয়ে যায় তার। প্রেমিকার কথা অসামঞ্জস্য মনে হলে এই নারী বিষয়টি তার মাকে এবং কাছাকাছি থাকা ট্রাফিক পুলিশকে অবহিত করেন।

পরে ট্রাফিক পুলিশ এই প্রেমিকাকে আটক করে লৌহজং থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ ফোন করে ঘাটে থাকা প্রেমিককে আটক থানায় নিয়ে যায়। পরে শিবচর থেকে মা এসে মুচলেকা দিয়ে তার মেয়েকে পুলিশের কাছ নিয়ে যান।

একইসঙ্গে প্রেমিকের অভিভাবককেও খবর দেওয়া হয়েছে। প্রেমিক কাঠমিস্ত্রী রাজু মিয়া এখন লৌহজং থানায় আটক রয়েছেন। ওসি জানান, তাদের মধ্যে শুধু ফোনে এবং ফেসবুকেই যোগাযোগ ছিলো। প্রথমবারের মতো সরাসরি যোগাযোগ করতে গিয়েই ধরা পড়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর