সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

ই-পেপার

আটোয়ারীতে গাছ চোর সন্দেহে পাওয়ার টলি সহ আটক-১

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১, ৫:০৫ অপরাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারীতে রাতের আঁধারে চুরি করে রাস্তার গাছ কাটা সন্দেহে একটি পাওয়ার টলি সহ কামরুল ইসলাম (কামু) (৩০) নামের এক যুবককে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ। আটককৃত যুবক পার্শবর্তী ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার কুজিশহর গ্রামের মোঃ রফিকুল ইসলামের পুত্র। স্থানীয়রা জানান, আটোয়ারী- রুহিয়া সীমান্ত ফুলবাড়ী হাট সংলগ্ন আটোয়ারীর রাধানগর এলাকার রাস্তায় রোপনকৃত ইউক্লিপটাস গাছ দীর্ঘদিন হতে রাতের আঁধারে চুরি হয়ে যাচ্ছে । গত বুধবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে ওই এলাকায় রাস্তার গাছ চুরি করে কাটার সময় টের পেলে স্থানীয় লোকজন ধাওয়া করলে চোরেরা পালিয়ে যায়। চোর পালিয়ে যাওয়ার সময় চোরাই গাছ বহন করার উদ্দেশ্যে একটি পাওয়ার টলি সহ কাটা গাছ গুলো রেখে যায়। এসময় রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদকে খবর দিলে তিনি তাৎক্ষনিক থানায় জানান। আটোয়ারী থানা পুলিশ রাত প্রায় আড়াইটার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়। রেখে যাওয়া পাওয়ার টলির মালিক কুজিশহর গ্রামের রফিকুল ইসলামের পুত্র কামরুল ইসলাম(কামু)কে সন্দেহমুলকভাবে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

 

পরে ঘটনাস্থল থেকে পাওয়ার টলি সহ কামু কে থানায় আনা হয়। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) আটককৃত যুবকের নামে আটোয়ারী থানায় একটি সাধারণ ডায়রী ( নং ১৪৭)ু করে ১৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়। আটোয়ারী থানার ওসি (তদন্ত) দুলাল উদ্দীন একটি পাওয়ার টলি সহ এক যুবককে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন। ওই এলাকার মনোরঞ্জন মাষ্টার, সত্যেন মাষ্টার ও মেঘনাথ চন্দ্র অধিকারী (কালুয়া)বলেন, আমরা কয়েকজন গাছ চোরদের ধাওয়া করেছি। কয়েকজন গাছ চোর ধওয়া খেয়ে দৌড়ায় পালিয়েছে। যে ধরা পড়েছে সে প্রকৃত গাছ চোর। রাস্তার গাছ চোরদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হোক। ইউপি চেয়ারম্যান আবু জাহেদ বলেন, কেটে ফেলে রেখে যাওয়া গাছগুলো জব্দ করা হয়েছে। গাছ চোরদের বিরুদ্ধে কঠোরভাবে আইনি ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ প্রশাসনকে আনুরোধ জানান।

 

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর