পঞ্চগড়ের আটোয়ারীতে দক্ষ পাপোশ তৈরীর কারিগর সৃষ্টি করে প্রথম ব্যাচের প্রশিক্ষন শেষ হয়েছে।কোভিড-১৯ মহামারীতে ক্ষতিগ্রস্থ যুব মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে পাপোশ তৈরীর সক্ষমতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ শুরু হয়। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী(জাইকা)’র সহযোগিতায়, উপজেলা পরিষদের আয়োজনে এবং মহিলা ও শিশু উন্নয়ন কমিটির বাস্তবায়নে উপজেলার কলেজ মোড় ধাইধাই পাড়া পাকা সড়ক সংলগ্ন এলাকায় পাপোশ তৈরীর প্রশিক্ষণ দেয়া হয়। প্রথম ব্যাচের প্রশিক্ষণ মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে সমাপ্তি হয়েছে। উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ সহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে পরামর্শমুলক বক্তব্য রাখেন এবং প্রথম ব্যাচ প্রশিক্ষনের সমাপ্তি ঘোষনা করেন। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান।
পাপোশ তৈরী প্রকল্পের উদ্যোক্তা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম জানান, সুদক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে। উদ্বোধনের শুরুতেই প্রথম ব্যাচে ২৫জন প্রশিক্ষনার্থী প্রশিক্ষণ দিচ্ছে। প্রশিক্ষনের মেয়াদ ২০দিন।প্রশিক্ষনার্থীরা এখন নিজেরাই পাপোশ তৈরীতে সক্ষমতা অর্জন করেছে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায়, স্থানীয় সরকার বিভাগ, উপজেলা উন্নয়ন ও পরিচালন প্রকল্পের উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসিলিটেটর মোঃ আব্দুল্লাহ আল মহিউদ্দীন প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার বলেন, এ প্রশিক্ষনে দক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ গ্রহন করে প্রশিক্ষনার্থীরা যে একেকজন পাপোশ তৈরীতে দক্ষ কারিগর হয়েছে তা আমাদের দৃশ্যমান। কারন প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীরা নিজেই বিভিন্ন নক্শার পাপোশ তৈরী করেছে। তিনি প্রশিক্ষনার্থীদের পাপোশ তৈরীতে সহযোগিতা করার আশ্বাস দেন। এসময় প্রশিক্ষক, প্রশিক্ষনার্থী সহ গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
CBALO/আপন ইসলাম