সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

ই-পেপার

মহাদেবপুরে মৎস্য চাষীর মরদেহ উদ্ধার

মোঃ ওয়াশিম রাজু, নওগাঁ :
আপডেট সময়: সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১, ৮:৪০ অপরাহ্ণ

নওগাঁর মহাদেবপুরে আজ সোমবার দুপুরে এক মৎস্য চাষীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ । ঘটনাটি ঘটেছে উপজেলার সভাপুর ইউনিয়নের তাঁতারপুর গ্রামে।
এঘটনায় নিহতের ছেলে পারভেজ সরদার বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মমলা দায়ের করেছে।
পুলিশ জানায়, ওই গ্রামের শফিজ উদ্দিনের ছেলে সাইদুর রহমানের (৪৫) মৃতদেহ তার বাৎসরিক লিজ নেয়া পুকুর পাড়ের পার্শ্ববর্তী কলা বাগান থেকে উদ্ধার করা হয়।
“নিহতের মুখে ও কপালে এবং পায়ে আঘাতের চিহ্ন ছিল”।
নিহতের পরিবারের সদস্যারা জানায়, গত ৩১ জানুয়ারী রোববার রাতে সাইদুর রহমান তার লিজ নেয়া ওই পুকুরে প্রতিদিনের মতো পাহারা দিতে যায়। পরদিন তার মরদেহ ওই স্থানে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশকে জানায়।
ঘটনাস্থল সার্কেল এসপি তরিকুল ইসলামসহ পুলিশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা পরিদর্শন করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনর্চাজ (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে নিহতের ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর