শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১১:১৫ অপরাহ্ন

ই-পেপার

ঠাকুরগাঁওয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন

দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১, ৬:০৩ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের রুহিয়া ইউ,পি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১ এর শুভ উদ্বোধন হয়েছে। রবিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রুহিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে মনোমুগ্ধকর পরিবেশে লাল ফিতা কেটে, আতশবাজি ফোটানো মধ্যে দিয়ে ইউনিয়ন পরিষদ চত্বরে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা আওয়ামীলীগের সভাপতি পার্থ সারথি সেন ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়, থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু,থানা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল মালেক মানিক , থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব,২০নং রুহিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অনিল চন্দ্র সেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী, সহ দপ্তর সম্পাদক গনেশ চন্দ্র সেন প্রমুখ।

উক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্টি উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসে খেলা প্রেমি তরুন, যুবক, বয়স্ক পুরুষ ও মহিলারা। এ সময় দর্শক ও খেলোড়ারদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং কানায় কানায় পরিপূর্ণ হয় খেলার মাঠ।

উদ্বোধনী অনুষ্ঠানে পার্থ সারথি সেন বক্তব্যে বলেন, যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষায় খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা চর্চায় যুব সমাজ ব্যস্ত থাকলে সন্ত্রাসী কার্যক্রম ও মাদকের ছোবল থেকে রক্ষা পাওয়া সম্ভব। যত বেশী ক্রীড়ার চর্চা হবে তত বেশী যুব সমাজ মাদক থেকে দূরে সরে যাবে।

উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন নেকমরদ ব্যাডমিন্টন ক্লাব ও রুহিয়া ল্যাবএইড। এতে খেলা শেষে চ্যাম্পিয়ন হয় নেকমরদ ব্যাডমিন্টন ক্লাব।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাফিউল ইসলাম সফি।

উল্লেখ্য, ৭ দিন ব্যাপী রুহিয়া ইউনিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্টে মোট ৩২টি টিম বিভিন্ন জেলা থেকে অংশ গ্রহন করবেন এবং আগামী ৬ ফেব্রুয়ারি খেলার ফাইনাল অনুষ্ঠিত হবে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর