ময়মনসিংহের নান্দাইলে যুগান্তরের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে গাজীপুর মহানগর আওয়ামীলীগের উপদেষ্ঠা ও যুগান্তর স্বজন সমাবেশ নান্দাইল শাখার উপদেষ্ঠা আলহাজ্ব মো. জালাল উদ্দিন মাস্টারের অর্থায়নে তিন শতাধিক অসহায় দু:স্থ গরীব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। লেপ ও কম্বল বিতরণের খবর শোনে সকাল থেকে উপজেলার খারুয়া ইউনিয়নে হালিউড়া গ্রামে আওয়ামীলীগ নেতা জালাল উদ্দিন মাস্টারের বাড়িতে শীতার্ত বিভিন্ন বয়সীর নারী-পুরুষরা ভিড় জমাতে থাকে।
শনিবার বিকালে সাবেক ইউপি সদস্য আব্দুল মালেকের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রধান অতিথি আলহাজ্ব মো. জালাল উদ্দিন মাস্টার, বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক এবি সিদ্দিক খসরু, সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, আবু হানিফ সরকার, শাহজাহান ফকির, রমজান আলী ও সিনিএন বাংলা টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম মোড়ল, ফরিদ মিয়া প্রমুখ। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব মো. জালাল উদ্দিন মাস্টার তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। আওয়ামীলীগ সরকারের উন্নয়নে ভূমিহীন ও গৃহহীন মানুষেদেরকে জমি ও গৃহ প্রদান করা সহ রাস্তা-ঘাট, বিদ্যুত এবং সর্বখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। আপনাদের দোয়া পেলে যাদের ঘর নেই তাদেরকে আমার নিজস্ব অর্থায়নে একটি করে ঘর তৈরী করে দিবো।
CBALO/আপন ইসলাম