শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা আদায়

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১, ৩:৫১ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে আইন-শৃংখলা বাহিনীর সহায়তার উপজেলার পয়সারহাট বন্দরে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পয়সারহাট বন্দরের পিয়াজ বিক্রেতা আবুল কাশেমের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে তাকে ৩ হাজার টাকা, একই অপরাধে পিয়াজ বিক্রেতা আবু বকরকে ২ হাজার টাকা, মুদি ব্যবসায়ি রঞ্জণ মধুর দোকানে খাদ্য পণ্য উৎপাদন ও মেয়াদ উর্ত্তীনের তারিখ না থাকায় রঞ্জণ মধুকে ২ হাজার টাকা ও একই অপরাধে মুদি ব্যবসায়ি দীপক আইচকে ২ হাজার টাকাসহ মোট ৯ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উপ-পরিচালক খোন্দকার আনোয়ার হোসেন ও সহকারী পরিচালক সুমী রানী মিত্র। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর সুকলাল সিকদার, ১০ আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের এসআই হানিফ সিকদার।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর