বান্দরবান লামা বাজার ব্যবসায়ীর উদ্যোগে ও কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সার্বিক সযোগীতায় ৭ম তম সীরাতুন্নবী (সা:) মাহফিল সম্পন্ন। সোমবার (২৭ জানুয়ারি’২১) আসরের নামাজের পরপরই এম. মিজানুর রহমানের পরিচালনায় চৌরঙ্গী হোটল চত্বরে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হয়। উক্ত সীরাতুন্নবী (সা:) মাহফিলে হাজারো উপস্থিতির সম্মুখে প্রধান বক্তার আলোচনা রাখেন ঢাকা,বড় মগবাজার লাল জান শাহী জামে মসজিদের খতিব এবং বিজয় টিভির ধর্মীয় আলোচক মাও. ক্বারি আব্দুল কাইয়ুম মিয়াজি। এ সময় হিসেবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য আলহাজ্ব শেখ মো. মাহাবুবুর রহমান, পুনঃনবনির্বাচিত পৌর মেয়র মো. জহিরুল ইসলাম, পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মো. রফিক মিয়া প্রমুখ। এদিকে বিশেষ বক্তার আলোচনা করেন এটিএন বাংলা টিভির ধর্মীয় আলোচক মাও. আহমদুর রহমান, লামা কোর্ট মসজিদের খতিব মাও. হাফেজ আজিজুল হক সহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাও. ইব্রাহিম নসিম। লামা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ছিদ্দীকুল আলম ডনের সভাপতিত্বে প্রধান বক্তা মাও. ক্বারি আব্দুল কাইয়ুম মিয়াজি মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
CBALO/আপন ইসলাম