শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১০:০২ অপরাহ্ন

ই-পেপার

১১পদ বিশিষ্ট জ্ঞানসিঁড়ি পাঠাগারের কার্যকরী কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১, ১২:১৪ অপরাহ্ণ

দিগদাইড়,তাড়াইল,কিশোরগঞ্জে অবস্থিত জ্ঞানসিঁড়ি পাঠাগারে সকলের সম্মতিক্রমে ২৭-০১-২০২১ খ্রিঃ ১১ পদ বিশিষ্ট গঠন করা হয় চুড়ান্ত কার্যকরী পরিষদ। উক্ত প্রতিষ্ঠানের উদ্যেগতা ও প্রতিষ্ঠাতা হলো বিশিষ্ট কবি সাহিত্যিক ও সাংবাদিক নাঈম ইসলাম বাঙালি। নিচে ১১ পদধারী ব্যক্তিদের নাম ঘোষণা করা হলো_____ ১/সভাপতিঃআশরাফ উদ্দিন খোকন ২/ সহ-সভাপতিঃ @মাহফুজ রহমান ভুইঁয়া @ইয়াসিন আরাফাত @মোঃ রুবেল @মোঃরুবেল ৩/সাধারণ সম্পাদকঃনাঈম ইসলাম বাঙালি ৪/যুগ্ম সাধারণ সম্পাদকঃ @আবু সাঈদ @উবাইদুল্লাহ ৫/সাংগঠনিক সম্পাদকঃখালিদ সাইফুল্লাহ রিফাত ৬/সমন্বয়কঃ জাকিরুল ইসলাম বাকি ৭/কোষাধ্যক্ষঃমোঃ হাবিবুর বাশার ৮/সাহিত্য সম্পাদকঃআহসানুল হক রিপন ৯/পাঠাগার সম্পাদকঃরেজাউল করিম ১০/দপ্তর সম্পাদকঃআমিনুল ইসলাম আরিফ ১১/প্রচার ও মিডিয়া সম্পাদকঃ @মোঃ রানা @ মাহদী @ মোঃ দিলোয়ার হোসেন উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক নাঈম ইসলাম বাঙালি বলেন, আলোকিত সমাজ ও সুন্দর জীবন গড়ার লক্ষ্যে, জ্ঞানের আলোয় আলোকিত মানুষ নির্মানে আমরা নিষ্ঠার সহিতে কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, আমি সমাজের মানুষ ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতাবোধ প্রকাশ করছি এমন একটি মহৎ কাজে তাদেরকে নিয়ে অংশগ্রহণ করতে পেরে। অবশেষে প্রতিষ্ঠানের মঙ্গল ও সুদীর্ঘ স্থায়ীত্বতা কামনা করি।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর