শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১০:০১ অপরাহ্ন

ই-পেপার

বরিশাল-ঢাকা রুটে লঞ্চ শ্রমিকদের কর্মবিরতি

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১, ৮:৪২ অপরাহ্ণ

লঞ্চ দুর্ঘটনা মামলায় রাজধানীর মেরিন আদালতে দুই লঞ্চ মাষ্টারের জামিন বাতিল করায় বরিশাল-ঢাকা রুটে কর্মবিরতির ঘোষণা করেছে নৌযান শ্রমিকরা।

সোমবার দুপুর দুইটা থেকে এই কর্মবিরতি শুরু করা হয়। দুই লঞ্চ মাষ্টার রুহুল আমিন এবং জামাল হোসেনের জামিন না পাওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলমান থাকবে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা। কীর্তনখোলা-১০ লঞ্চ মাষ্টার কবীর হোসেন এবং এমভি মানামী-১০ লঞ্চ মাষ্টার আবু সাইদ জানায়, গত বছর মেঘনায় ঘণ কুয়াশায় একই কোম্পানীর এ্যাভেঞ্চার-১ এবং এ্যাডভেঞ্চার-৯ নামক দুটি লঞ্চে সংঘর্ষ হয়। লঞ্চ মাষ্টারদের দাবী দুর্ঘটনায় কেহ হতাহত হয়নি। তারপরেও দুই মাষ্টার মিলিয়ে চারজনের সার্টিফিকেট চার মাসের জন্য জব্দ করা হয়েছিলো। পরবর্তীতে মেরিন আদালতে মামলা দায়ের করা হলে সেখানে সোমবার সকালে স্বেচ্ছায় হাজিরা দিতে গেলে দুই মাষ্টারকে জেল হাজতে পাঠায় বিচারক। এ ঘটনার প্রতিবাদে তারা কর্মবিরতি ঘোষণা করেছেন। অপরদিকে আকস্মিকভাবে কর্মবিরতি ঘোষনা করার পর লঞ্চ পন্টন থেকে অন্যত্র সড়িয়ে নেয়ায় যাত্রীরা চরম বিপাকে পরেছেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর