শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৯:২২ অপরাহ্ন

ই-পেপার

বাংলাদেশ এখন আর ভিক্ষা নেয় না বরং ভিক্ষা দেয় : আলহাজ্ব মির্জা আজম এমপি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১, ৭:২৮ অপরাহ্ণ

কামরুজ্জামান কানু,জামালপুর:

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি বলেছেন , বিশ্বব্যাংক পদ্মা সেতু নির্মাণ নিয়ে দুর্নীতির মিথ্যা অভিযোগ তুলে অর্থায়ন বন্ধ করে দিলেও, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সাহসী পদক্ষেপের কারণে আজ বাস্তবে রূপ নিয়েছে । স্বপ্নের পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয় , বাস্তব ।

মির্জা আজম বলেন, বাংলাদেশ এখন ভিক্ষুকের জাতি নয়, আমরা এখন আর ভিক্ষা নেই না , ভিক্ষা দেই। আগে যারা বিদেশে কাজ করতে গিয়ে ভিক্ষুকের জাতি বলে মাথানত করে থাকতো , আজ তারাই মাথা উঁচু করে চাকরি করছে ।

তিনি আরো বলেন, ১২ বছর আগেও দেশের ২০ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পেত । কিন্তু এই ১২ বছরে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশে প্রায় শতভাগ বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করেছে । প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ আজ বিশ্বের উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে । আর বাংলাদেশের উন্নয়নের রোল মডেল হচ্ছে জামালপুর ৷তার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিববর্ষ উদযাপনে শনিবার (২৩ জানুয়ারি )সন্ধ্যায় সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সেঙ্গুয়া বাজার মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, বিএনপি-জামায়াতসহ স্বাধীনতার বিরোধীরা দীর্ঘ ২১ বছর ক্ষমতায় থেকে দেশকে, দেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুন্ঠিত করে রেখে ছিলো। আওয়ামী লীগ ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের চেতনাকে পুনরুজ্জীবিত করেছে । যুদ্ধাপরাধীদের বিচারের মধ্যদিয়ে জাতিকে কলঙ্কমুক্ত করা হয়েছে ।

সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন-অর-রশিদের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আলহাজ্ব মুহাম্মদ বাকী বিল্লাহ্, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি, জেলা আওয়ামী লীগে সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার, আবু জাফর শিশা, সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান ও সরিষাবাড়ী পৌরসভার আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী মনির উদ্দিন মনির প্রমুখ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর