শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন

ই-পেপার

আটোয়ারীতে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নতুন ঘর পেলেন ৭০টি পরিবার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১, ৩:৫৪ অপরাহ্ণ

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:

মুজিববর্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নতুন পাকা বাড়ি পেলো ৭০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে এসব ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে উপকারভোগীদের মাঝে ঘরের দলিল ও চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রæতি “ দেশের একটি পরিবারও গ্রহহীন থকবেনা” প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে মুজিববর্ষে প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় এ ঘর গুলো নির্মাণ করা হয়েছে।

 

উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় প্রথম ধাপে যাদের জমি নেই ,ঘরও নেই আটোয়ারী উপজেলায় এমন ৭০ টি পরিবারকে বাড়ির ব্যবস্থা করে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর উপহারের প্রতিটি বাড়িতে রয়েছে দু’টি বেডরুম, ১টি করে কিচেন রুম, ইউটিলিটি রুম, টয়লেট ও বারান্দা এবং সুপেয় পানির জন্য থাকছে একটি টিউবওয়েল , যা একটি পরিবারের জন্য যথেষ্ট। প্রতিটি সেমি পাকা ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। ইটের দেয়াল, কংক্রিটের মেঝে এবং রঙিন টিনের ছাউনি দিয়ে তৈরী সব বাড়ি সরকার নির্ধারিত একই নকশায় হয়েছে। স্থানীয়ভাবে আরো বক্তব্য রাখেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক প্রমুখ। এসময় উপজেলা পরিষদ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যম কর্মী সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর