শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন

ই-পেপার

প্রেমিকের হাত ধরে চলে গেছেন ২ সন্তানের জননী

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১, ২:১৫ অপরাহ্ণ

সংবাদ ডেস্ক: প্রেম মানে না বয়স না মানে কোন কিছুর বাধা, কিংবা জাতি ধর্ম বর্ণ। সবার জীবনে প্রেম আসে। কারও আগে আর কারও পরে। প্রেমে পড়লেই বাবা, মা, স্বামী, সন্তান, পরিবার কাউকেই আর মনে থাকে না। শুধু মনে হয় সেই প্রিয় মানুষটি। আর এই প্রিয় মানুষটিকে কাছে পেতেই সবকিছু ফেলে পাড়ি জমাতে ইচ্ছে হয় দূর অজানায়।

এমনই একটি ঘটনা ঘটেছে বান্দরবানের লামা পৌরসভা এলাকার সাবেক বিলছড়ি মার্মা পাড়ায়। প্রেমের টানে স্বামী-সন্তান ফেলে রেখে প্রেমিকের হাত ধরে চলে গেছেন ৩৩ বছর বয়সী ২ সন্তানের এক জননী। শুধু তাই নয়, যাওয়ার সময় স্বামীর ঘরে র’ক্ষি’ত নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে যায় ওই গৃহবধূ। স্ত্রী ক্রাজাইন মার্মার খোঁজ না পেয়ে উ’দ্ধা’রের জন্য থানায় লিখিত আবেদন করেছেন স্বামী মংহ্লা মার্মা।

সূত্রে জানা যায়, ২০০৪ সালে লামা পৌরসভা এলাকার সাবেক বিলছড়ি মার্মা পাড়ার বাসিন্দা মংহ্লা মার্মার সঙ্গে বিয়ে হয় পারিবারিকভাবে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঠাকুরপাড়ার বাসিন্দা মংহ্লাচিং মার্মার মেয়ে ক্রাজাইন মার্মার। বর্তমানে তাদের ঘরে দুইটি সন্তান রয়েছে। ইতোমধ্যে পৌরসভা এলাকার রাস্তার কাজে নিয়োজিত শ্রমিক বগুড়া জেলার শেরপুর উপজেলার খামারকান্দি গ্রামের বাসিন্দা মো. ময়েন উদ্দিনের ছেলে মো. রেজাউলের সাথে ক্রাজাইন মার্মার প্রে’মের স’ম্প’র্ক গড়ে উঠে।

এর জে’র ধরে গত ৩১ জানুয়ারি বেলা ২টার দিকে রেজাউল প্রলোভন দেখিয়ে ভু’লিয়ে ক্রাজাইন মা’র্মাকে নিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় স্বামী মংহ্লা মার্মার ঘর থেকে নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা ও আড়াই ভরি স্বর্ণালংকার নিয়ে যায় ক্রাজাইন মার্মা। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও গৃহবধু ক্রাজাইন মার্মাকে আর পায়নি। ভুক্তভোগী মংহ্লা মার্মা বলেন, রেজাউল আমার স্ত্রী, নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে।

এখন আমার ২টি সন্তান তাদের মায়ের পথ চেয়ে অঝোরে চোখের পা’নি ফেলছে। স্ত্রীকে আমাদের কাছে ফিরে পেতে থানার আশ্রয় নিয়েছি। এ বিষয়ে অ’ভিযু’ক্ত রেজাউলের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় একাধিকবার চেষ্টা করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে লামা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আনোয়ার হোসেন বলেন, রেজাউল নামের একটি ছেলের সাথে প’রকী’য়া করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মংহ্লা মার্মার স্ত্রী দুই সন্তানের জননী ক্রাজাইন মার্মা পালিয়ে যাওয়ার ঘটনায় অ’ভিযো’গ আছে। অ’ভিযো’গের ভিত্তিতে তদ’ন্তসহ গৃহবধূ ক্রাজাইন মার্মাকে উদ্ধারের চেষ্টা চলছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর