রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
নগর গোয়েন্দা পুলিশের নির্যাতনে রেজাউল করিম (৩০) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নিহত যুবক নগরীর সাগরদী এলাকার মো. ইউনুচ মিয়ার পুত্র।
নিহতের পিতা মো. ইউনুচ মিয়া বলেন, ২৯ ডিসেম্বর মঙ্গলবার রাত সাড়ে ৯টায় রেজাউলকে আটক করে নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. মহিউদ্দিন মাহি। ওই রাতেই মাদকদ্রব্যসহ তাকে কোতোয়ালী পুলিশে হস্তান্তর করা হয়। এরপর কোতোয়ালী পুলিশ পরদিন আদালতে পাঠালে রেজাউলকে জেলহাজতে পাঠায় পুলিশ। স্বজনদের দাবী আটককালে যুবক রেজাউলে শারিরিক অবস্থা স্বাভাবিক ছিল। পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় দোষীদের শাস্তি দাবী করেন নিহতের পিতা ইউনুচ মিয়া।
এ ব্যাপারে জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, ওই যুবকের কুঁচকিতে ফোঁড়া আছে বলে উল্লেখ ছিল। এরপর অসুস্থ হলে শুক্রবার তাকে কারাগার থেকে শেবাচিম হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে শনিবার দিবাগত রাত ১২ টায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। তবে এনিয়ে হাসপাতালের চিকিৎসকরা কোন মন্তব্য করতে রাজি হয়নি। কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, লাশের ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
CBALO/আপন ইসলাম