সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ধনবাড়ীতে এক তুচ্ছ ঘটনায় শিশুদের ঝগড়া বড়দের মধ্যে গড়িয়ে সৃষ্ট সংঘর্ষে মনির হোসেন ওরফে মনি কসাই (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আর এতে আহত হয়েছেন ৫ জন। ধনবাড়ি উপজেলার বলিভদ্র ইউনিয়নের পাঁচপোটল গ্রামে সোমবার এ ঘটনা ঘটেছে।
আহতদের মধ্যে জালাল হোসেনের ছেলে মোখলেছুর রহমান (২৫), আজাহার আলীর ছেলে মজনু মিয়া ও লাল মিয়ার ছেলে দুলালকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিশুসহ দুজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রতিবেশী হালিম ও হাকিম পরিবারের শিশুদের সঙ্গে মনি কসাই পরিবারের শিশুদের ঝগড়া হয়। আর এ নিয়ে মনি কসাই ও হাকিম-হালিম পরিবারের সংঘর্ষ বাধে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরান হোসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) চান মিয়া জানান, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার কারণে মনি কসাইয়ের মৃত্যু ঘটেছে। ঘটনার তদন্ত ও দোষীদের আটকের অভিযান চলছে।