রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

ই-পেপার

ঠাকুরগাঁওয়ে প্রতিপক্ষের আঘাতে এক বৃদ্ধের মৃত্যু, আহত-২

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০, ১০:৩০ অপরাহ্ণ

দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামে জমি-জমাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরো ২ জন। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু। রোববার (২০ ডিসেম্বর) বিকালে হরিপুর হরপুর গ্রামে (মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের) পিছনে এই ঘটনা ঘটে। মৃত তোয়াবুর রহমান (৬০) হরিপুর গ্রামের মৃত দবির উদ্দীনের ছেলে। আহতরা হলেন আবির হোসেন (১৭), ইউসুফ আলী (৫৫)। ইউনিয়ন পরিষদ সূত্রে জানাযায় উভয় পক্ষের মধ্যে বাড়ির জমির কিছু অংশ নিয়ে দীর্ঘদিন ধরে ঝগড়া বিবাদ হয়ে আসছিল। যা ইতিপূর্বে বিষয়টি সমাধানে স্থানীয় ভাবে বৈঠক হয়।

 

কিন্তু রোববার বিকালে গাছ লাগাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পতিপক্ষের আঘাতে একজন গুরুতর অবস্থায় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। মেডিকেল অফিসার ডা: রুবাইয়া জানান হাসপাতালে নিয়ে আসার পূর্বেই ওই বৃদ্ধের মৃত্য হয়। ঠাকুরগাঁও থানার ওসি তানভিরুল ইসলাম বলেন ঘটনাটি শুনেছি। এখনও পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে মামলা নথিভ‚ক্ত করা হবে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর