মুহাইমিনুল (হৃদয়) টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংষর্ষে ৫ জন নিহত ও ২জন আহত হয়েছে। আজ মঙ্গলবার ( ৮ ডিসেম্বর) সকাল ৮ টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা বাইপাসে এই দুর্ঘটনা ঘটে।টাঙ্গাইল ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর জানে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সাথে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনায় ঘটনাস্থলেই চারজন নিহত ও তিনজন আহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতলে ভর্তি করা হলে সেখানে একজন মারা যায়।দুর্ঘটনায় নিহত ও আহতদের এখানো পরিচয় পাওয়া যায়নি।
CBALO/আপন ইসলাম