আগামী ৩ জানুয়ারি আটঘরিয়া পৌর বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে আলোচনা সভা ও মিছিল করেছে পৌর বিএনপির নেতৃবৃন্দ।
শুক্রবার বিকালে আটঘরিয়া পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়লে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আটঘরিয়া পৌর বিএনপির আহবায়ক আমজাদ হোসেন।
পৌর বিএনপির সদস্য সচিব আজাহার আলীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক আছিম উদ্দিন,
পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান মিলন, শামীম রেজা, উপজেলা যুব দলের সদস্য সচিব মনোয়ার হোসেন মঞ্জু, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল প্রমুখ।
পৌর যুবদলের আহবায়ক আনোয়ার ইসলাম, যুবদল নেতা মোফাজ্জল হোসেন, তাওহীদ হোসেন, রবিউল ইসলাম, লিটন হোসেন, শফিকুল ইসলাম,
রাজু, মনিরুল ইসলামসহ পৌর ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে আটঘরিয়া পৌর বিএনপির কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয় সামনে এসে সমাপ্ত হয়।