রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

ই-পেপার

জামালপু র‍্যাব-১৪ কতৃক ইয়াবাসহ আটক-১

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০, ৫:২৯ অপরাহ্ণ

কামরুজ্জামান কানু,জামালপু:

র‍্যাব-১৪ এর সিপিসি-১, জামালপুর ক্যাম্প কর্তৃক  জামালপুর জেলার  মাদারগঞ্জ থানাধীন  চর দুধিয়া গাছা এলাকা হতে ৩৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক। স্মারক নং র‍্যাব-১৪১০৫/লিঃ ও মিঃ/প্রেস রিলিজ/১২২তারিখ ০১ ডিসেম্বর ২০২০ খ্রিঃ।প্রেস রিলিজ।র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উৎঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‍্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। র‍্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক সংক্রান্ত অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে র‍্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

 

এরই ধারাবাহিকতায় ০১ ডিসেম্বর  ২০২০ খ্রি. তারিখ ১৯.১০ ঘটিকায় র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এম.এম. সবুজ রানা এর নেতৃত্বে একটি আভিযানিক দল জামালপুর জেলার মাদারগঞ্জ থানাধীন চর দুধিয়া গাছা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানকালে জামালপুর জেলার মাদারগঞ্জ থানাধীন চর দুধিয়া গাছা গ্রামস্থ জনৈক মোঃ আব্বাস আলীর গরুর ফার্মের পিছনে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী  ১। মোঃ শওকত হোসেন (৩২), পিতা-মৃত আবুল হোসেন, সাং-চর বাইটান, থানা-মাদারগঞ্জ, জেলা-জামালপুর এর নিকট হতে ৩৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য (৩৫ ঢ ৩০০/-) =১০,৫০০/- (দশ হাজার পঁাচশত) টাকা। গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ জামালপুর জেলার মাদারগঞ্জ থানার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ  করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে জামালপুর জেলার মাদারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর