রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের গৌরনদীতে চলতি রবি মৌসুমে কৃষি পুণর্বাসন এবং প্রনোদনা কর্মসুচির আওতায় ২ হাজার ৩৯৫ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। কৃষি সম্প্রসারন কর্মকর্তা শারমিন আক্তারের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র হারিছুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মামুনুর রহমান প্রমুখ। শেষে অতিথিরা কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন।
CBALO/আপন ইসলাম